অজানা জ্বর কিংবা ডেঙ্গি

অজানা জ্বর কিংবা ডেঙ্গি, শহর ও শহরতলীর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই সেই উপলক্ষকে কেন্দ্র করে বেলঘড়িয়ার ‘উদ্যোগ-উদ্যোগী’ স্বেচ্ছাসেবী সংগঠন এক সতর্কবাণী প্রচার ও বিজ্ঞানসম্মত উপায়ে জনসাধারণের করণীয় কি, প্রতিরোধ কিভাবে কি সম্বলিত এক পথ পরিক্রমার মধ্য দিয়ে সমগ্র বেলঘড়িয়ার দেশপ্রিয় নগর, আদর্শপল্লী, নবীনপল্লী ও তরুনপল্লী সহ মানুসের ঘরে ঘরে বার্তা পৌঁছে দিল। উত্তর ২৪ পরগণার কামারহাটি পৌরসভার মানুষের কাছে আমরা এই সতর্ক বার্তা দিতে চাই  যে মানুষ নিজে থেকে সজাগ থাকলে ওজানা জ্বর বা ডেঙ্গি থেকে দূরে থাকতে পারবে বলে জানান সংস্থার সম্পাদক মনোজ দাস।স্বেচ্ছাসেবী সংগঠন এর  সদস্য-সদস্যা ইন্দ্রাণী দাস, প্রাপ্তি ঘোষ, পুস্পিতা সরকার, অনীর্বাণ ভট্টাচার্য, অভিজিৎ বিশ্বাসদের হাতে ছিল সতর্কবার্তা সহযোগে ব্যানার, পোষ্টার, পুস্তিকা।

Comments