বৃষ্টিতে জলমগ্ন উত্তর ও পূর্ব কলকাতার কিছু অংশ

সারা বছর রেকর্ড পরিমাণ পলি তোলা এবং পাম্পিং স্টেশনগুলির পরিষেবা স্বাভাবিক থাকার পরও শনিবার দুপুরের বৃষ্টিতে অল্পবিস্তর জল জমল উত্তর ও পূর্ব কলকাতার কয়েকটি অংশে। এর মধ্যে ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে বেলা ১টা ২৫ মিনিট থেকে ২টোর মধ্যে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় জল জমে কলেজ স্ট্রিট, মানিকতলা, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ, বড়বাজারের একাংশের বিভিন্ন রাস্তা ও এলাকায়। এই জল ঘণ্টাখানেকের মধ্যেই নেমে যায়। তবে শনিবার হাফছুটির দিন হওয়ায় দুপুরের পরপর এই বৃষ্টিপাতে রাস্তায় বেরনো মানুষজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বিধান সরণি, মুক্তারামবাবু স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিটের একাংশে জল জমে যাওয়ায় গড়ির গথি শ্লথ হয়ে পড়ে। যানজটের রেশ ছড়িয়ে পড়ে ধর্মতলা পর্যন্ত। তবে অন্যান্যবারের তুলনায় এদিন ঠনঠনিয়া এলাকা থেকে তাড়াতাড়ি জল নেমে যেতে দেখা গিয়েছে। মাত্র আধ ঘণ্টা সময়সীমার মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে এই জল জমেছে এবং পুরসভা যথেষ্ট তৎপর থাকাতেই এক-দেড় ঘণ্টার মধ্যে নেমে গিয়েছে বলে নিকাশি বিভাগের কর্তারা দাবি করেছেন। তবে বৃষ্টি থামার ঘণ্টা দেড়েকের মধ্যে সেই জল সরে যায়। 

Comments